বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০১৯

স্ট্যাচু অব লিবার্টির আদলে হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদ্যাপনে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির আদলে তার একটি ভাস্কর্য কক্সবাজারে তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুজিববর্ষ উদ্যাপনে গত বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক সভায় মন্ত্রী এ তথ্য দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ উদ্যাপনে বছর ধরে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হবে। সব মন্ত্রণালয়, সংস্থা এবং দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সরকার এ লক্ষ্যে স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ প্রতিকৃতি তৈরির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে বঙ্গবন্ধুর বিশালাকার ওই প্রতিকৃতি স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তারা।

মন্ত্রী জানান, মুজিববর্ষ উদ্যাপনের অংশ হিসেবে মিত্রবাহিনী সদস্যদের ৫০০ সন্তানের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে। তাদের বাছাই করতে ভারতীয় হাইকমিশনকে দায়িত্ব দেওয়া হবে। এ সময় সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হবে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনে গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ১০২ সদস্যের একটি জাতীয় কমিটি এবং জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি করে ৬১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করে সরকার। জন্মশতবর্ষ সুষ্ঠুভাবে উদ্যাপনে আটটি বিষয়ভিত্তিক উপ-কমিটিও গঠন করা হয়েছে।

আসছে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মের শত বছর পূর্ণ হবে। ঠিক পরের বছর ২৬ মার্চ বাংলাদেশ উদ্যাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১