বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০১৯

চাঁদাবাজি বন্ধ হলে মাংসের দাম কমবে : সাঈদ খোকন


গাবতলী পশুর হাটে চাঁদাবাজি বন্ধ করা গেলে গরুর মাংসের দাম কিছুটা হলেও কমবে বলে মনে করেনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাঈদ খোকন জানান, ঢাকা দক্ষিণের আওতাভুক্ত ২১টি কাঁচাবাজারে মূল্য তালিকার ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে, যাতে বিভিন্ন বাজার ঘুরে তালিকা হালনাগাদ করার পরিবর্তে নগর ভবনে বসেই সেটা করা যায়।

সীমিত জনবল দিয়ে বাজারে নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, খাদ্যে ভেজাল দিলে শুধু জরিমানা নয়, সেই সাথে কারাদণ্ড দেয়ার জন্যও নজরদারি কমিটিকে বলা হয়েছে।

দক্ষিণ সিটি মেয়র আরও জানান, গাবতলীতে চাঁদাবাজির বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণের ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে মেয়র মাংস ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সাথে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১