বাংলাদেশের খবর

আপডেট : ০৯ May ২০১৯

ইউটিউবারের কারাদণ্ড


যুক্তরাষ্ট্রের সাবেক ইউটিউবার অস্টিন জোনসকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শিশুদের অশ্লীল ছবি সংগ্রহ ও ভিডিও ছড়ানোর দায়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

অস্টিন জোনস আদালতে অপ্রাপ্তবয়স্ক ছয় মেয়ে ভক্তকে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর বিষয়ে অনুপ্রাণিত করার কথা স্বীকার করেছেন। আদালতে দোষ স্বীকার করার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে জোনসের চ্যানেল সরিয়ে নেয় ইউটিউব। মিউজিশিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করা জোনস বেশকিছু জনপ্রিয় পপ গানের কাভার দিয়ে পরিচিতি পান।

২৬ বছর বয়সী অস্টিন জোনসের ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল পাঁচ লাখ ও টুইটারে অনুসারী ছিল ২ লাখ ২৫ হাজার। আদালতে দোষ স্বীকার করে ওেনয়ার পর উভয় প্ল্যাটফর্ম থেকে তার অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়।

২০১৭ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়ে ভক্তের কাছ থেকে অশালীন ভিডিও নেওয়ার অভিযোগে অস্টিন জোনসকে গ্রেফতার করা হয়। সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক ও আইমেসেজ ব্যবহার করেও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কাছ থেকে অশ্লীল ভিডিও পাঠানোর কথাও স্বীকার করেছেন অস্টিন জোনস।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি ক্যাথেরিন নেফ ওয়েলশ বলেন, শিশু পর্নোগ্রাফি উৎপাদন এবং এ ধরনের কনটেন্ট গ্রহণ আমাদের শিশু ও কমিউনিটির নিরাপত্তার জন্য হুমকি। এটা কোনো সাধারণ অপরাধ নয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১