বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০১৯

বান্দরবানে সন্ত্রাসীর গুলিতে জেএসএস কর্মী নিহত, অপহৃত ১


বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের তাইংখালীতে সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছে। এ সময় সংগঠনের অপর এক কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়। তার তাইংখালী বাজারের মুদির দোকান রয়েছে। অপরদিকে জেএসএস আরেক কর্মী পুরাধন তঞ্চঙ্গ্যাকে (৩২) অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাকে তাইংখালী এলাকার রাবার বাগানের শৈলতন পাড়া থেকে অপহরণ করা হয়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে রাতে জেলা সদর থেকে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাজবিলা ইউপি সদস্য মংএ নু মারমা বলেন, মুদি দোকানদার বিনয় তঞ্চঙ্গ্যা রাতে শৈলতন পাড়ায় তার দাদা শ্বশুরের বাসায় ছিলেন। সেখান থেকে সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। অপরদিকে এ সময়ে পুরাধন তঞ্চঙ্গ্যাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কে রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না।

জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমা বলেন, ঘটনার স্বীকার দুজন জেএসএস কর্মী। স্থানীয় মগ পার্টি নামে একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে এ তথ্য আমাদের কাছে রয়েছে। অপহরণের পর থেকে পুরাধন তঞ্চঙ্গ্যার খোজ মিলছেনা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১