বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৯

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা ও নাতবউয়ের মৃত্যু


জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৬০) ও তার নাতবউ দরিদ্র লিমা বেগমের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসীরা জানিয়েছে, বেলগাছা মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে বৃদ্ধ কৃষক আব্দুর রহিম রোববার সন্ধ্যায় তার গোয়ালঘর থেকে বসতঘরে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা ঘরের টিনের বেড়ার সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দাদাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার নাতবউ দরিদ্র রাসেল মিয়ার স্ত্রী লিমা বেগম। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে লিমা বেগম মারা যান।

ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল বলেন, বৃদ্ধ আব্দুর রহিম হয়তো জানতেন না যে তার বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনের চাল ও টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে তার নাতবউ লিমা বেগমও বিদ্যুতায়িত হয়ে মারা যান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১