আপডেট : ০৬ May ২০১৯
পবিত্র রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখতে কঠোরভাবে তদারকি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে যাতে বাজার মূল্য স্থিতিশীল থাকে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কঠোর তদারকি ব্যবস্থা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি তদারকি দল আছে, যারা এসব তদারকি করবে। এছাড়া বাজার তদারকিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানান তিনি। পবিত্র রমজানে ক্রেতা-বিক্রেতাদের সংযমী হয়ে থাকার পরমর্শ দিয়ে মন্ত্রী বলেন, রমজান মাস সংযমের মাস, এই সময়ে ক্রেতা বিক্রেতা সবাইকে সংযমী হয়ে চলতে হবে। পণ্য যথেষ্ট মজুত আছে তাই কোনো রকমের ঘাটতি হবে না। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পণ্য যেমন- তেল, ডাল, ছোলা… এগুলোর দাম বাড়বে না। তবে আবহাওয়া কারণে পচনশীল পণ্যের দাম এদিক-ওদিক হতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১