বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৯

চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী আকলিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামী ফারুক হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই মামলার অপর আসামী শ্বাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফারুক হোসেন পেশায় একজন কসাই ছিলেন। মৃত আকলিমা একই উপজেলার পালিশারা গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সাথে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক যৌতুকের জন্যে আকলিমাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে প্রায় সময়ই আকলিমাকে মারধর করতো। যা আকলিমা আক্তার তার মামা আবুল কালামকে মোবাইল ফোনে জানায়।

২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় আকলিমা আক্তারের স্বামী ফারুক হোসেন ও তার শ্বাশুড়ি মনি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আমান উল্লাহ ও এপিপি অ্যাডভোকেট মোক্তার আহমেদ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ দুলাল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১