বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৯

রাঙ্গাবালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ, মামলা


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনী গ্রামে এঘটনা ঘটে। রবিবার রাতে এঘটনায় হাসান ফকির (৩২) নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত হাসান ফকির পলাতক রয়েছে।

শিশুটির বাবা জানান, ঘূর্ণিঝর ফণি’র কারণে শুক্রবার রাতে পরিবারের সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেই। ঘূর্ণিঝর শেষে সকাল ৮টার দিকে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভিজে যাই। বাড়িতে গিয়ে মেয়েটিকে তার চাচাতো ভগ্নীপতি হাসান ফকিরের কাছে রেখে আমরা গোসল করতে যাই। কিছুক্ষণ পরেই মেয়েটি রক্তাক্ত অবস্থায় এসে চিৎকার করতে থাকে। অবস্থা খারপ দেখে চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে রবিবার রাতে ধর্ষিতা শিশুর পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত হাসান ফকিরকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তবে পলাতক থাকায় এখনো পর্যন্ত আটক করতে পারেনি।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে। মাঠে আমাদের কয়েকটি টিম কাজ করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১