আপডেট : ০৫ May ২০১৯
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, খেলাধূলার মাধ্যমে মাদক সন্ত্রাস নারী নির্যাতনকে না বলতে হবে। সমাজে এটা আর চলতে দেওয়া যেতে পারে না। শুধু আইন দিয়ে মাদক সন্ত্রাস নারী নির্যাতনকে দমন করতে চায় না সরকার। সরকার চায় সকলকে নিয়ে এবং সকল স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে মাদক সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ করতে চায়। মন্ত্রী শনিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের ডাইনকিনি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মজিবুর রহমান। বক্তব্য রাখেন এ টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোশক গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ। উদ্বোধনী খেলায় পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চান্দরা একাদশ ৫নং ওয়ার্ডের হরতকিতলা, ডাইনকিনি ইয়ংস্টার ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১