বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৯

চুমুর প্রশংসা!

অনন্যা পাণ্ডে ছবি : সংগৃহীত


বলিউড তারকা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। আলোচিত চলচ্চিত্র ‘স্টুডেন্ট অব দ্য ইয়ারে’র সিকুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে অভিনয় করে তার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এই ছবিতে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এখানে তার চরিত্রটির নাম শ্রেয়া সুখদিয়া। সম্প্রতি এটা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। আর সাক্ষাৎকারে সহ-অভিনেতা টাইগারকে সেরা হিসেবে প্রশংসা করেছেন নবাগত এই নায়িকা। তবে এই প্রশংসা অভিনয়ের জন্য নয়। টাইগার যে চুমু খাওয়ায় সেরা সে কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকার দিতে গিয়ে টাইগার প্রশ্ন করেন, আমি কীসে সেরা? তারপর নিজেই উত্তর দেন, ‘আমি চুমু খাওয়ায় সেরা।’ টাইগারের ওই বক্তব্যকে সমর্থন করেছেন অনন্যা।

এই ছবিতে চিত্রনাট্যের প্রয়োজনে টাইগার এবং অনন্যার চুমুর দৃশ্য রয়েছে। অনন্যা জানিয়েছেন, এই প্রথম তিনি কোনো সহ-অভিনেতাকে চুমু খেলেন।

তবে এটাই যে সেরা, সে মন্তব্য করতে তিনি নারাজ। আপাতত করণ জোহরের প্রযোজনায় পুনিত মালহোত্রার পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে নতুন জুটিকে দেখার অপেক্ষায় আছেন বলিউডমহল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১