বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০১৯

বা‌গেরহা‌টে ঝড়ে গা‌ছের ডাল প‌ড়ে গৃহবধুর মৃত্যু


বা‌গেরহা‌টের রণ‌জিৎপু‌রে ঝড়ো হাওয়ায় গা‌ছের ডাল ভে‌ঙ্গে প‌ড়ে শাহারুন বেগম (৫০) না‌মের এক গৃহবধু নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপু‌রে ‌নিজ বা‌ড়ি‌তে ধা‌নের কাজ করার সময় তার গা‌য়ের উপর গা‌ছের ডাল ভে‌ঙ্গে প‌ড়ে।

‌নিহ‌তের আ‌ত্মীয় যুবলীগ নেতা শেখ আলফাজ জানান, দুপু‌রে শাহারুন বেগম ঘ‌রের সাম‌নে বসে ধা‌নের কাজ কর‌ছি‌লেন। এসময় হঠাৎ তার মাথার উপর চম্বল গা‌ছের মোটা ডাল ভে‌ঙ্গে প‌ড়ে গুরুতর আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে সে মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১