আপডেট : ০৩ May ২০১৯
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে নেত্রকোণা টু লেংগুরা ভায়া সিধলী-নাজিরপুর জিসিসি রাস্তায় সংস্কারে ঠিকাদার নিম্নমানের কাজ করার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ করে। আজ শুক্রবার সকাল ৯ টায় বৈরী আবহাওয়া'র মধ্যে নেত্রকোণার নাজিরপুর জিসিসি রাস্তায় হরিপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী এ প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে হরিপুর গ্রামবাসী ব্যানারে এলাকার নানান শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। দীর্ঘদিন জরাজীর্ণ থাকা রাস্তা সংস্কারের কারণে প্রথমে এলাকাবাসী খুশি হলেও পরবর্তীতে ঠিকাদার কর্তৃক নিম্নমানের সংস্কার কাজ করায় ক্ষুব্ধ হয়। এতে প্রতিবাদ করলে গত (২৯ এপিল) মঙ্গলবার কলমাকান্দা থানায় হরিপুর এলাকায় তিনজনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৫ জনকে আসামি করে একটি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন ঠিকাদার ২৪ (০৪) ১৯ ইং। মানববন্ধনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেডিকেল অফিসার বাংলাদেশ সেনাবাহিনী (অব:) হাজী মো. ইন্তাজ আলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান বাচ্চু, আব্দুর রশিদ মড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মতিউর রহমান সোহাগ ও যুবলীগ নেতা আরিফ শেখ মামুন প্রমুখ। বক্তৃতারা অনতিবিলম্বে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়ে তারা দুর্নীতিতে জড়িত ঠিকাদারসহ সংশ্লিষ্টদের বিচার এবং সঠিক তদারকির মাধ্যমে রাস্তাটিতে সংস্কার কাজ পরিচালনা করার দাবি জানান। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অবকাঠামো প্রকল্পের আওতায় নেত্রকোণা টু লেংগুরা ভায়া সিধলী - নাজিরপুর জিসিসি রাস্তায় সংস্কারে ৭০ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সংস্কার কাজ গত ০৯.০২.২০১৭ সালে ওর্য়াক অর্ডার পায় সারোয়ার জাহান, মদন, নেত্রকোণার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১