বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০১৯

সম্ভ্রম বাঁচানোর আশ্বাসে গণধর্ষণ


বখাটের কাছ থেকে সম্ভ্রম রক্ষার জন্য বাড়ির মালিকের দ্বারস্থ হয়েছিলেন এক গৃহবধূ। উল্টো বাড়ির মালিকের সহযোগিতায় গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আবদুল আজিত (৪৮) ও বখাটে সাকিব ইসলামকে (২৮) পাবনার ঈশ্বরদী থেকে গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল আজিত ও সাকিব পরিকল্পিতভাবে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ঈশ্বরদী থানা ও পুলিশ জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী সৌদিপ্রবাসী। মাসখানেক আগে তিনি আবদুল আজিতের বাসার দুটি কক্ষ ভাড়া নেন। তিনি অভিযোগ করেন, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে সাকিব বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন। প্রায়ই তাকে খারাপ ইঙ্গিত দিতেন ও ভয় দেখাতেন। গত মঙ্গলবার ঘটনার দিন সন্ধ্যার পর থেকে সাকিব মুঠোফোনে, ঘরের জানালা দিয়ে খুব বেশি উত্ত্যক্ত করতে থাকেন। এতে ভয় পেয়ে আত্মরক্ষার্থে বাড়ির মালিক আবদুল আজিতের শরণাপন্ন হন তিনি। আজিত তাকে বিষয়টি দেখছেন বলে আশ্বস্ত করেন। পরে গৃহবধূকে ঘরের বাইরে আসতে বলেন আজিত। বাইরে এলে আজিত ও তার সহযোগী সাকিব কাপড় দিয়ে তার মুখ বেঁধে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করেন।

গৃহবধূর অভিযোগ, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে দেখে নেবেন বলে হুমকি দেন বাড়ির মালিক। ছাড়া পেয়ে রাতেই তিনি তার ভাইকে পুরো ঘটনা জানান। বুধবার রাতে ভাইকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, নারী-শিশু নির্যাতন দমন আইনে আবদুল আজিত ও সাকিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। রাত ১টার পর অভিযান চালিয়ে বাঘইল ঠাকুরপাড়ার বাড়ি থেকে আজিত ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। সাকিব আজিতের সহযোগী, এলাকায় তিনি বখাটে হিসেবে পরিচিত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১