বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০১৯

কুলাউড়ায় স্কুলছাত্রীকে আহত করার প্রতিবাদে মানববন্ধন


কুলাউড়া পৌর শহরের আল হেরা কেজি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মায়সুনা জান্নাত সামিরাকে বখাটে জুয়েল দা দিয়ে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল আলিম মাদ্রাসা সামনে ইউনাইটেড অনলাইন এক্টিভিটিস এর আয়োজনে ফোরামের সভাপতি অলিউর রহমান ইমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুরের পরিচালনায় মানববন্ধনে একাত্ত্বতা পোষণ করে বক্তব্য রাখেন ভুকশিমইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম বজলুল হক, নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,  ফোরামের সহ-সাধারণ সম্পাদক তাজ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আবেদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।

মানববন্ধনে নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভুকশিমইল আলিম মাদ্রাসা ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অনলাইন ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১