বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০১৯

সাংবাদকর্মীদের সহায়তা ছাড়া পুলিশও অসহায়: এএসপি সাইদুর

এএসপি সাইদুর রহমান রুবেল সংগৃহীত ছবি


সাংবাদকর্মীরা সমাজের গুরুত্বপূণ একটি ভূমিকা পালন করে। তাদের লেখনীর মধ্য দিয়ে সমাজের ভালো-মন্দ সবকিছুই ফুটে উঠে।  আর এই সাংবাদকর্মীদের সহায়তা ছাড়া পুলিশ সদস্যরাও অসহায়।

আজ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর থানায় সাংবাদকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন দুর্গাপুর সার্কেলের নবগত এএসপি সাইদুর রহমান রুবেল।

সাইদুর রহমান রুবেল বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করেতে পুলিশের পাশাপাশি সাংবাদকর্মীরাও দীর্ঘ ধরে কাজ করে আসছে। আপনাদের এই সহায়তা কারণেই আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ অনেকাংশেই নির্মূল করতে পেড়েছি। ভষ্যিতেও এই সহায়তা অবহৃত রাখা ও কোনো কিছু প্রচারের আগে এই ঘটনার সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন কাজল, সাবেক প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন সহ সকল সাংবাদকর্মীরা।

উল্লেখ, এএসপি সাইদুর রহমান রুবেল গত ২৩ ই এপ্রিল দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে। আর আসার মাত্র চার দিনের মাথায় ২৩ ই এপ্রিল উপজেলা বারমারী লক্ষীপুর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত ও মূল আসামীকে আটক করে। এবং গত ২৬ এপ্রিল কলমাকান্দার সিদলী গ্রামের গৃহবধূ পারভিনকে শ্বাসরোধে হত্যা মূল আসামী স্বামী ও শ্বশুরকে আটকে দুটি হত্যা মামলার রহস্য উন্মোচন করেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১