বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০১৯

রাজনগরে ৪ ডাকাতকে ধরে গণপিটুনি


মৌলভীবাজারে জেলার রাজনগর উপজেলায় টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামে ৪ ডাকাত ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি গাড়িসহ দেশীয় ধারালো অস্ত্রসহ তালা ভাঙ্গার হাতিয়ার উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাজনগর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র এলাকায় ১৫-২০ জনের ডাকাতদল প্রবেশ করেছে এমন খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ওই এলাকায় যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের ব্যবহৃত ৩টি গাড়ী নিয়ে পালাতে চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশের অপর দুইটি টিমসহ ৩টি টিম বিভিন্ন দিক থেকে ধাওয়া করতে থাকে। এসময় ২ ডাকাতকে আটক করে পুলিশ।

এদিকে ডাকাতদলের প্রবেশের খবর উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার মসজিদ থেকে ঘোষণা করা হলে স্থানীয় জনতা গাড়িগুলোকে আটকের চেষ্টা করে। এসময় জনতার ধাওয়ায় একটি প্রোবক্স (ঢাকা মেট্রো-গ-২৩-০৫৫২) ও একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক-০৩-৬৮২৩) রেখে ডাকাতরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দুই ডাকাতকে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে গণপিটুনি দেওয়ার সময় রাজনগর থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো- মৌলভীবাজর সদর উপজেলার গুলবাগ এলাকার নূর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫), কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার সোহরাব হোসেনের ছেলে শাহজাহান আহমদ (২০), একই উপজেলার বাদে-মনসুর এলাকার মৃত ইব্রাহিম আলী কটরের ছেলে মুনিরুজ্জামান সৈকতকে (২২), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মুন্না মিয়া (২৮)।

 ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি আটক করা গেলেও একটি গাড়ি নিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, জনতার সহায়তায় পুলিশ ডাকাতদের আটক করতে পেরেছে। উক্ত ঘটনায় ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১