আপডেট : ০২ May ২০১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভারতের কমেডি শো মীরাক্কেল তারকা মো. কায়কোবাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ। কায়কোবাদ চবি নাট্যকলা বিভাগের ছাত্র। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কায়কোবাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।’ মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে কায়কোবাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রীর পরিচয়। পরবর্তীতে সে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। একপর্যায়ে কায়কোবাদ সম্পর্ক রাখবে না বলে হুমকি দিয়ে তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। ওই ছাত্রী বলেন, গত সোমবার কায়কোবাদ তাকে দেখা করতে বলে। দেখা করতে গেলে সে তাকে গালিগালাজ ও মারধর করতে থাকে। টেনে হিচড়ে চবির শাহ আমানত হলের গেস্ট রুমে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাকে উদ্ধার করে। উল্লেখ্য, মো. কায়কোবাদ ২০১৬ সালে জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের সেরা দশে স্থান পান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১