বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

চাঁদপুরে নুসরাত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নুসরাত হত্যার বিচারের দাবিতে চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিনিধির পাঠানো ছবি


নুসরাত একজন প্রতিবাদী সাহসী নারী ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত সবার বিচারের আওতায় আনার দাবীতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের মুক্তিযোদ্ধা সড়কে অঙ্গীকার পাদদেশে এই মাববন্ধন কর্মসূচীর আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর জেলা।

কর্মসূচীতে জেলা সদরের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজের শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেয়।

সনাক চাঁদপুরের সহ-সভাপতি ইসমত আরা শাফি বন্যার সভাপতিত্বে মানববন্ধনে ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য কাজী শাহাদাত। এতে বক্তব্য রাখেন চিকিৎসক পীযুষ কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী মানিক পোদ্দার, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিকুর রহমান ও শিক্ষার্থী শিমুল দাস প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১