বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

জঙ্গি হামলা

মন্ত্রীদের জনমত গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত ছবি


শ্রীলঙ্কায় সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে দেশে যেকোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি হামলার বিষয়ে অধিকতর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠকের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

গত ২১ এপ্রিল শনিবার শ্রীলঙ্কার হোটেল সাংগ্রিলাসহ বিভিন্ন হোটেল ও গির্জায় একাধিক জঙ্গি হামলার ঘটনায় এ পর্যন্ত ৩২ জন বিদেশিসহ মোট ২৫৩ জন নিহত ও ৫০০ ব্যক্তি আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়। একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শেখ ফজলুল করিম সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে শ্রীলঙ্কার জঙ্গি হামলার ঘটনায় নিহত জায়ান চৌধুরীসহ ২৫৩ জনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে ওই ঘটনায় মশিউল হক চৌধুরীসহ আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সব সদস্যকে নিজ নিজ অবস্থানে থেকে যেকোনো ধরনের নাশকতাসহ জঙ্গি বা সন্ত্রাসী হামলা সম্পর্কে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে সব মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নিজ নিজ এলাকায় এ বিষয়ে খোঁজখবর রাখারও নির্দেশ দেন।

শ্রীলঙ্কার ঘটনার দিন প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রুনাই রওনা হন। ব্রুনাই পৌঁছার আগেই পথিমধ্যে তিনি শ্রীলঙ্কায় সংঘটিত জঙ্গি হামলার বিষয়ে অবহিত হন এবং তিনি ব্রুনাইয়ে পৌঁছেই জায়ান চৌধুরীর মৃত্যুর সংবাদ শোনেন।

তিন দিনের সফর শেষে ২৩ এপ্রিল ব্রুনাই থেকে দেশে ফিরে রাতেই তিনি গণভবনে তিন বাহিনীর প্রধানসহ পুলিশ প্রধান, বিজিবি প্রধান এবং দেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি যেকোনো ধরনের জঙ্গি বা সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক থাকার ও এ বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।

একটি সূত্র জানায়, পরের দিন পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী তার বাসায় এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. শামসুল আরেফিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এ বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রিপরিষদের সব সদস্যকে এ ধরনের যেকোনো হামলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার নির্দেশনায় আমাদের বলেন- জঙ্গি বা সন্ত্রাসী হামলার মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যসহ আমাদের সব এমপি, জনপ্রতিনিধি এবং আমাদের নিজ নিজ এলাকায় মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নিয়ে সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে জনমত গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১