বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০১৯

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না : সাঈদ খোকন

ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সংগৃহীত ছবি


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে না। তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কম থাকবে।’

আজ রোববার মেয়রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত রাজধানীতে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চিনি, মসুর ডাল, ছোলা, তেল ও আটা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত রয়েছে, যা দিয়ে আমাদের আসন্ন রমজানের পরও সামনের পূজায় তারা সরবরাহ করতে পারবেন। সুতরাং ছোলা, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও আটাসহ অতি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য কোনোক্রমেই গত বছরের চেয়ে এ বছর বাড়বে না।’

তিনি বলেন, ‘ডিএনসিসির আওতাধীন এলাকার কাঁচাবাজারগুলোতে দ্রব্যমূল্য যাতে লাগামহীন না হয় সেজন্য সেগুলো মনিটরিংয়ের আওতায় আনা হবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্য দিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যেন মূল্য বৃদ্ধি করতে না পারেন সেজন্য ডিএনসিসি ‘শূন্য সহিষ্ণুতা নীতি’ অবলম্বন করবে। সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাসেম, বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১