আপডেট : ২৫ April ২০১৯
বিএনপির নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, দলের সিদ্ধান্ত ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হতে পারে জেনেই তিনি একাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নিয়েছেন। সংসদে গিয়ে দুর্নীতির দুই মামলায় সাজা নিয়ে কারাবন্দি দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি চাইবেন বলেও জানিয়েছেন এ সাংসদ। আজ বৃহস্পতিবার শপথ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। জাহিদুর রহমান বলেন, ‘বহিষ্কার করা হতে পারে এটা জেনেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমি শপথ নিয়েছি। বহিষ্কার করলেও আমি দলের সাথেই থাকবো।’ তিনি বলেন, তিনি সংসদে কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি উত্থাপন করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও এর জোট জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবির মধ্যেও ধানের শীষ প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত হন জাহিদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১