আপডেট : ২৫ April ২০১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে মাদকসহ শাকিল প্রধান ও খোকন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা এলাকায় সোনারগাঁ থানার এএসআই কামাল হোসেন অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ শাকিল প্রধান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাকিল প্রধান উপজেলার কুমারচর গ্রামের আব্দুল মতিনের ছেলে। অপরদিকে এসআই রাজু মন্ডল সোনারগাঁ পৌরসভার পানামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ খোকন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খোকন মিয়া উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের সালাউদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১