বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০১৯

লাগাতার আন্দোলনের হুমকি সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা গতকাল নীলক্ষেতে বিক্ষোভ করেন ছবি : বাংলাদেশের খবর


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে সেশনজট নিরসন, ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ আজ বুধবার থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা কলেজের ছাত্র আবু বকর।

এর আগে, পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রথমে মানববন্ধন ও পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

এদিকে এ পাঁচ দফা দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে ঢাকা কলেজের গেটের সামনে অনশন শুরু করেছেন ঢাকা কলেজের তিন শিক্ষার্থী।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, ঢাকা কলেজের ২০১৬-১৭ সেশনের ইংরেজি বিভাগের ছাত্র সাকিব, বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র আবু নোমান রুমি, ২০১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১