বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০১৯

ভারতে নির্বাচনের কারণে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ


ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে ১৭তম কেন্দ্রীয় লোকসভার নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, আজ বালুরঘাটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সেদেশে সাধারণ ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীরা হিলি বন্দর দিয়ে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়। এরফলে সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য আনা নেওয়ার কাজ।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবীর জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারী ছুটির আওতামুক্ত থাকায় এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১