বাংলাদেশের খবর

আপডেট : ২৩ April ২০১৯

জায়ানের মরদেহ আসছে কাল

শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) ছবি : সংগৃহীত


আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ আগামীকাল বুধবার দেশে আসবে। শ্রীলঙ্কায় গত রোববারের হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনই দেশে আনা হচ্ছে না।

গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে গতকাল সকালে শেখ সেলিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানোর পর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাংবাদিকদের জানিয়েছিলেন, আজ জায়ানের মরদেহ দেশে আসবে। কিন্তু আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তার মরদেহ একদিন পর দেশে আনা হচ্ছে। জায়ান তার মা-বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল। সেখানে তারা একটি হোটেলে উঠেছিল। বোমা হামলার ঘটনায় জায়ান নিহত হয়। আহত হন তার বাবা। শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই। গত রোববারই শেখ সেলিমের স্ত্রী ও তাদের এক ছেলে শ্রীলঙ্কায় গিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১