আপডেট : ১৯ April ২০১৯
পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার দীর্ঘা কলীগঙ্গা নদীর উপর নব নির্মিত শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম । আজ শুক্রবার বিকাল ৩ টায় শাখারীকাঠী ও দীর্ঘা বাজার সংলগ্ন কালিগঙ্গা নদীর উপরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে নাজিরপুর উপজেলাসহ পার্শ্ববর্তী স্বরূপকাঠী ও বানারীপাড়ার সকল স্তরের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন পূরণ হলো। শুক্রবার সকাল ১১ টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ.ম রেজাউল করিম ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ মালেক এমপি নাজিরপুর ও স্বরূপকাঠী নদীপথের নদী ভাঙ্গন পরিদর্শণ করেন। দুপুর ১২ টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পূর্ব কাঠালিয়া সাইক্লোন সেল্টার উদ্বোধন করেন। এসময় পিরোজপুর জেলা প্রশাসক, সহকারি পুলিশ সুপার, এনডিসি, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতীক দলের নেতারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১