আপডেট : ১৯ April ২০১৯
সাধারণ রোগীদের মত টিকিট কেটে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে ১০ টাকার টিকিট কেটে তিনি এই সেবা গ্রহন করেন। এর আগেও এখানে এভাবে তিনি চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগীর মতোই টিকিট কেটে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হাসপাতালের কাউন্টারে গিয়ে নাম নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ২৫০ শয্যার এ হাসপাতালে এর আগেও চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১