আপডেট : ১৯ April ২০১৯
বাংলাদেশের ক্রিকেটে যেন বিয়ের ধুম পড়েছে। সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক আর মোস্তাফিজুর রহমানের পর এবার তালিকায় যুক্ত হচ্ছেন টাইগার ওপেনার লিটন দাস। এরই মধ্যে তার আশীর্বাদপর্ব সম্পন্ন হয়েছে। বিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর। গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন লিটন। এবারই প্রথম বিশ্বকাপের মতো আসরে খেলতে যাবেন। তার আগেই শুভ কাজটা অনেকটা সেরে রাখলেন তিনি। লিটনের বিয়ের খবর অবশ্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে লিটন অবশ্য জানালেন এখনো বিয়ে হয়নি। কেবলই আশীর্বাদ হয়েছে। অর্থাৎ, লিটনের হাতে আংটি পরানো হয়েছে। তার দেওয়া তথ্যমতে, বিশ্বকাপের পর ২৮ জুলাই হচ্ছে তার বিয়ের তারিখ। লিটনের জীবনসঙ্গিনীর নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। এমবিএ করছেন, বাড়ি ঢাকাতেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১