বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০১৯

সেনবাগে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২


নোয়াখালীর সেনবাগ উপজেলার বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট পশ্চিম বাজার পাটোয়ারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুইজনই মোটর সাইেকেল আরোহী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।  নিহত ফরহাদ সেনবাগ উপজেলার মহিদীপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির ওবায়দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে এন্টারপ্রাইজের একটি বাস বসুরহাট যাচ্ছিল। বাসটি সেনবাগ উপজেলার ফেনীর নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট পশ্চিম বাজার পাটোয়ারী মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দুই মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১