আপডেট : ১৬ April ২০১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খুব দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত শেষে দেশে ফিরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রুহুল আমিন হাওলাদার বলেন, ওবায়দুল কাদের অসুস্থ্যতার মধ্যেও প্রতিটি মুহূর্ত দেশ ও দেশের মানুষের কথা ভাবছেন। খুব দ্রুতই তিনি আবারো দেশের স্বার্থে অবদান রাখতে সমর্থ হবেন। গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত তিনি সিঙ্গাপুরের স্কটস রেসিডেন্সে আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা করেন। এসময় ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইশরাতুন্নেসা কাদের ও জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১