আপডেট : ১৬ April ২০১৯
অবস্থা এমন দাঁড়িয়েছে, মালাইকা অরোরা সাধারণ মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে গেলেও সেটা খবর হয়। হয়েছেও তাই। ১২ এপ্রিল বিকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন মালাইকা ও অর্জুন। তবে কেন তারা হাসপাতালে গিয়েছিলেন, তা কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। এই যুগলকে হাসপাতালের এমআরআই ও সিটিস্ক্যান বিভাগের প্রবেশপথ দিয়ে বেরোতে দেখা যায়। এ জুটিকে দেখামাত্রই আলোকচিত্রীরা ছবি তুলতে শুরু করেন। ক্লিক ক্লিক ঝলকে বিস্মিত দুজনই। কারণ তাদের দুজনের সম্পর্কের পর থেকে এ যুগল আলোকচিত্রীদের সামনে এখনো পোজ দেননি। সাদা প্যান্ট ও হালকা গোলাপি টি-শার্টে ছিলেন মালাইকা। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর পর মালাইকার পরনে ছিল টি-শার্টের ওপর নীল জ্যাকেট। মালাইকা ও অর্জুন কেন হাসপাতালে গিয়েছিলেন, তা এখনো অজানাই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরস আলোচনা চলছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সম্ভবত তিনি (মালাইকা) অন্তঃসত্ত্বা।’ আরেকজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা, দুজনই যে হাসপাতালে?’ আবার এক ভক্ত তো মালাইকা ও অর্জুনের সুখী জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১