বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০১৯

আলতাবানু যাচ্ছে লন্ডন ফেস্টিভালে


ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘আলতাবানু’ এবার যাচ্ছে লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আসছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উৎসব শুরু হবে। এ নিয়ে ‘আলতাবানু’র ছয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। এর আগে টরন্টো, দিল্লি, পিয়ংইয়ং, কলকাতা এবং ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ছবিটি অংশ নিয়েছিল।

বৃন্দাবন দাসের চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এ ছবিতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা, দিলারা জামান, নরেশ ভূঁইয়া প্রমুখ।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, খুব ভালো লাগছে এটা শুনে। ছবিটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে উপস্থাপন করা হচ্ছে, তাও আবার লন্ডনের মতো জায়গায়। আশা করছি সমালোচকদের কাছে এটি প্রশংসিত হবে।

একই রকম কথা বলেন জাকিয়া বারী মম। তিনি বলেন, ছবিটি দেশের দর্শকের কাছেও প্রশংসা পেয়েছিল। আশা করছি দেশের বাইরেও এটা দর্শকের কাছে ভালো লাগবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১