আপডেট : ১২ April ২০১৯
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১ মে থেকে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৭ মে থেকে শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে ১৭ মে। এরপরই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি। ২৪ মে থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর দায়িত্ব বুঝে নেবে। ১৮ থেকে ২৩ মে পর্যন্ত সংক্ষিপ্ত বিরতি পাবে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খরচে ও তত্ত্বাবধানে ইংল্যান্ডে থাকবে বাংলাদেশ দল। আর বিশ্বকাপের সময় পরিবারের সদস্যরা খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারবেন বলেও জানা গেছে। বিশ্বকাপের জন্য যদি ইংল্যান্ডে বাংলাদেশ দল চলে যায় আর গ্রুপ পর্ব পর্যন্ত খেলতে হলে ৬৬ দিনের জন্য বাইরে থাকতে হবে। তবে এ দীর্ঘ সময় পর্যন্ত পরিবারকে ছাড়া থাকতে আপত্তি জানান মাশরাফি-সাকিবসহ দলের সিনিয়র ক্রিকেটাররা। তাই আয়ারল্যান্ডে সিরিজ শেষে দেশে ফিরতে চান তারা। বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, চাইলে তারা সেই বিশ্রাম নিতে পারবেন। শুধু তাই নয়, চাইলে বিশ্বকাপের সময় পরিবারকে সঙ্গে রাখতে পারবেন মাশরাফি-সাকিবরা। এতে বিসিবির কোনো আপত্তি নেই। তিনি বলেন, ‘খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি সব সময়ই আছে, যদিও আমাদের সময় এটা ছিল না। টিম ম্যানেজমেন্ট তখন অনেক বেশি সিরিয়াস ছিল। গত বিশ্বকাপেও আমরা খেলোয়াড়দের পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। এতে কোনো সমস্যা নেই।’ আয়ারল্যান্ডে সফরের পর দেশে ফেরার ব্যাপারে আকরাম খান জানান, আসলে ব্যাপারটা হলো যে চার-পাঁচ দিনের মধ্যে দেশে ফিরে আবার ইংল্যান্ডে যেতে হবে। একটা টানা-হেঁচড়ার মতো অবস্থা।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১