আপডেট : ১১ April ২০১৯
মোংলা বন্দর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় নিখোঁজের ৩৭ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সাভির্স। এসময় একই এলাকা থেকে হাত পা বাঁধা ও গলাকাটা আরো এক একটি মৃতদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ডুবে যাওয়া লঞ্চ থেকে শ্রমিক শাহ আলম ও হারবাড়িয়া ৯ নাস্বার এলাকার নদীর চর থেকে জুয়েলের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। এদিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে হাত পা বাঁধা ও গলা কাটা আরো একটি মৃত দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত মৃতদেহ গুলো হারবাড়িয়া এলাকা থেকে মোংলা আনার প্রস্তুতি চলছে। গত মঙ্গলবার রাত ৯ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় কাল বৈশাখী ঝড়ের সময় একটি বানিজ্যিক জাহাজের ধাক্কায় ৬০০ মেট্রিক টন সার বোঝাই একটি লাইটার ও একটি লঞ্চ ডুবে যায়। এসময় নিখোঁজ থাকে চার শ্রমিক। এর পর বুধবার সকালে এক জনকে জীবিত উদ্ধার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১