বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০১৯

রাফির জানাজা আজ বিকেলে

দাফন করা হবে দাদির কবরের পাশে

আগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি সংগৃহীত ছবি


দুর্বৃত্তের দেওয়া আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়া আজ বৃহস্পতিবার বাদ আসর সোনাগাজী মো. ছাবের সরকারী পাইলট হাইস্কুল মাঠে নুসরাত জাহান রাফির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে রাফিকে সমাহিত করা হবে।

গতকাল বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে রাফির মৃত্যু হয়।

রাফির চাচাতো ভাই মোহাম্মদ উল্লাহ ফরহাদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্বৃত্তের দেওয়া আগুনে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী ও আলিম পরীক্ষার্থী রাফি গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে লাইফ সাপোর্টে ছিল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১