আপডেট : ১১ April ২০১৯
রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হন র্যাবের দুই সদস্য। আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনার ঘটে। র্যাবের দাবি, নিহত নবী হোসেন মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ঢাকা উদ্যান এলাকায় র্যাবের চেকপোস্ট চলাকালীন ভোর সোয়া ৫টার দিকে একদল অস্ত্রধারী র্যাবকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন। আহত র্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১