বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

নেত্রকোনায় এমপি মানু মজুমদারকে নাগরিক সংবর্ধনা


নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য মানু মজুমদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার বিকেল ৪টায় কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় নলচাপড়া বাজার প্রাঙ্গঁনে এ সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজনকারী সংগঠনের সভাপতি মো. আব্দুল হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত মানু মজুমদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন নারী নেত্রী ক্যামিলিয়া মজুমদার, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. ফকরুল ইসলাম ফিরোজ, জেলা পরিষদ সদস্য ইদ্রীস আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।

নাজিরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিম জানান, সংবর্ধনা অনুষ্ঠানে মানু মজুমদারকে মানপত্র ও নৌকা চিহ্ন সংবলিত ক্রেস্টসহ ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করেন চ্যানেল আই তারকা সংগীত শিল্পী আহাদ সুলতান আলিফ ও স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একদল শিল্পীরা।

নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১