বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

‘পাহাড়ী সন্ত্রাসীদের’ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান সিইসির

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংগৃহীত ছবি


 

‘পাহাড়ী সন্ত্রাসীদের’ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ রোববার বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, ‘বাঘাইছড়িতে সংঘটিত হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। পাহাড়ে ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড কেউ যাতে পুনরাবৃত্তি ঘটাতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন সর্তক থাকবে এবং ভবিষ্যতে পাহাড়ে যে কোনো নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।’

পরে নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে, গুরুতর আহতদের ১ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থিক সহায়তা দেয়া হয়।

রাঙ্গমাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এস মতিউর রহমান উপস্থিত ছিলেন

উল্লেখ্য, গত ১৮ মার্চ বাঘাইছডড়ি উপজেলা নির্বাচনে বাঘাইরহাট ও মাচালং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে বাঘাইছড়ি ফিরছিলেন কর্মকর্তারা। তাদের বহনকারী দুটি গাড়ি দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয় কিলোমিটার এলাকায় পৌঁছানোর পর পাশের পাহাড় থেকে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা করে। এতে সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১