বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতৃবিয়োগ


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের পিতা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি… রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। আজ সকাল ১০টায় মন্ত্রীর বেইলী রোডের সরকারি বাসভবনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল খালেক শেখের মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো, শহীদ উল্লা খন্দকার।

এক শোকবার্তায় গৃহায়ন ও গণপূর্ত সচিব মরহুমের রুহের শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১