বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

হুয়াওয়ে নিষিদ্ধে যুক্তরাজ্যের ক্ষতি ৬৮০ কোটি ইউরো


চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পণ্য ব্যবহারে বিধিনিষেধের কারণে ফাইভজি অবকাঠামো নির্মাণে যুক্তরাজ্যের অর্থনীতিকে ৬৮০ কোটি ইউরোরও বেশি মাশুল দিতে হতে পারে। পাশাপাশি ফাইভজি প্রযুক্তির আওতায় আসতে বিলম্বও হতে পারে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাসেম্বলি রিসার্চ এ দাবি করেছে।

খবরে বলা হয়েছে, ফাইভজি উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাজ্য পিছিয়ে থাকা সত্ত্বেও দেশটির চার অপারেটর ২০১৯ সালের মধ্যেই দেশটিতে নতুন প্রজন্মের এ ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি চালুর ঘোষণা দিয়েছে। আর এ ঘোষণার ফলে যুক্তরাজ্য ফাইভজি নেটওয়ার্কের ক্ষেত্রে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে এমন আশাও জাগিয়েছিল। কিন্তু হুয়াওয়ের পণ্যের ওপর বিধিনিষেধ আরোপের ফলে ফাইভজি চালু করতে দেশটিকে আরো ১৮ থেকে ২৪ মাস অপেক্ষা করতে হতে পারে। ফলে যুক্তরাজ্য ফাইভজিতে নেতৃত্ব দেওয়া থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে যুক্তরাজ্যের আর্থিক ক্ষতির পরিমাণ ৬৮০ কোটি ইউরোতে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকির অভিযোগে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশও একই ধরনের সিদ্ধান্ত নেয়। তবে হুয়াওয়ে বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১