বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

সেরা পার্টনারদের পুরস্কৃত করল ডেল


২০১৯ অর্থবছরে ডেল পণ্য বিক্রয়ে অসাধারণ অবদান রাখায় স্থানীয় পার্টনারদের পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পার্টনারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ডেলের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অব এশিয়া ইমার্জিং মার্কেট ও সাউথ এশিয়া কনজিউমার অ্যান্ড স্মোল বিজনেস কে আনোথাই, এশিয়া ইমার্জিং মার্কেটের চ্যানেল ডিরেক্টর ক্রিস পাপা, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৯ অর্থবছরে ডেলের সার্বিক পারফরম্যান্স ও ২০২০ অর্থবছরে তাদের কী কী পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মোট ১২টি পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে বেস্ট এমএফটি পার্টনার কমার্শিয়াল অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্টারটেক ইঞ্জিনিয়ারিং, বেস্ট পার্টনার ক্লায়েন্ট সলিউশন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস।

বেস্ট ডিস্ট্রিবিউটার এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বি ট্র্যাক টেকনোলজিস, বেস্ট পার্টনার কনজ্যুমার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সিঙ্গার বাংলাদেশ।

অনুষ্ঠানে কে আনোথাই বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডেলের যেসব দেশে উন্নতি করছে তার অন্যতম প্রধান মার্কেট বাংলাদেশ। উপস্থিত সব পার্টনারই ডেলের স্থানীয় ব্যবসা প্রসারে, এর চেয়ে আরও ভালো অবস্থানে নিতে ভূমিকা রেখেছেন। এতে ভবিষ্যতে আরো লাভবান হবেন তারা। এটা বলতে হয়, প্রত্যেকেই ক্রমাগত উন্নতি করে ২০২০ অর্থবছরকে সফল করার জন্য সংগ্রাম করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১