বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০১৯

ছেলের বান্ধবীকে পাঁচ বছর ধরে ধর্ষণ করত সে

ছেলের বান্ধবীকে পাঁচ বছর ধরে ধর্ষণ করত সে সংরক্ষিত ছবি


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনায় ধর্ষক শাহ্জাহান বাদশাকে (৪০) নওগাঁ থেকে আটক করেছে র্যাব-৫। আটক শাহ্জাহান বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের একরামুল হকের ছেলে এবং তেলকুপি উচ্চ বিদ্যালয়ের করণিক।

গতকাল শুক্রবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামে শুক্রবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে শাহ্জাহান বাদশাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধর্ষক রহিম বাদশা। কিন্তু পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের কথা অকপটে স্বীকার করেছে রহিম।

র্যাব আরো জানায়, ২০১৩ সালে তেলকুপি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন একই বিদ্যালয়ের করণিক শাহজাহান বাদশা তার ছেলের বান্ধবী ওই ছাত্রীর ওপর কুনজর পড়ে। একপর্যায়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে বাদশা। গোপনে ধারণ করা ওই ছাত্রীর অশ্লীল ছবি সবার কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে ৫ বছর ধরে ধর্ষণ করে আসছিল বাদশা।

২০১৮ সালে ছাত্রীটি এসএসসি পাস করে ওই স্কুল থেকে বেরিয়ে গেলেও তাকে ছাড়েনি রহিম বাদশা। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতি শুক্রবার বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করত সে। পরবর্তীতে ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে গত ১৮ মার্চ রহিম বাদশার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবগঞ্জ থানায় মামলা করে। এরপর থেকেই পলাতক ছিল রহিম বাদশা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১