বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০১৯

১১৯ বছর পর যে মসজিদে নামাজ আদায়


তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে অবস্থিত এক মসজিদে দীর্ঘ ১১৯ বছর পর নামাজ আদায় করা হলো। অটোমান সাম্রাজ্য তথা উসমানীয় খিলাফতের সময়কার এই মসজিদটিতে গত ২৭ মার্চ প্রথমবারের মতো নামাজ আদায় করা হয়। খবর ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়, হারপুত জেলার দাবাখান মসজিদটি ৪৫০ বছর আগের। স্থানীয় মিউনিসিপ্যালিটি মসজিদটি ব্যাপকভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছে। যদিও আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

হারপুত জেলার মেয়র মুকাহিত ইয়ামলমাজ নামাজ আদায়ের পর সাংবাদিকদের বলেন, তারা একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন। হারপুত জেলা চার হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির মিলনস্থল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

মেয়র বলেন, ১১৯ বছর পর দাবাখান মসজিদ পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত।

খবরে বলা হয়েছে, হারপুত দুর্গের উত্তর-পূর্বে অবস্থিত মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। ২৫ বর্গফুটের মসজিদটি সপ্তদশ শতকের ওসমানীয় স্থাপত্যের নিদর্শন। ঐতিহাসিক সিল্ক রুট ব্যবহারকারী পথিকরা মসজিদটি ব্যবহার করতেন বলে মনে করা হয়।

 

ডেইলি সাবাহ অবলম্বনে শাহীনুল ইসলাম সেলিম


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১