বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০১৯

সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ আহত ৪


সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গতকাল বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বাটরা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আবুল কালাম জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন । এ সময় লাল্টু সমর্থকরা তার ওপর হামলা করে। হামলায় আরো কয়েকজন আহত হন বলে জানান তিনি। এদিকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কলারোয়া বাজারে এ ঘটনার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সমর্থকরা সমাবেশ করেছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১