আপডেট : ০৪ April ২০১৯
পটুয়াখালীর দুমকিতে আকস্মিক অগ্নিকান্ডে এক গৃহস্তের বসতঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের গাবতলী বাজার সংলগ্ন আবদুস ছত্তারের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনার সময় পরিবারের সবাই বাইরে থাকায় হতাহতের হাত থেকে রক্ষা পেলেও মালামালসহ বসতঘরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ বসতঘরের মালিক আবদুস ছত্তার জানান, রাত সাড়ে ৮টার দিকে বিকট শব্দ ও বিস্ফোরণের সাথে ঘরের চারিদিক থেকে আগুনের কুন্ডলী উঠতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মোবাইল ফোনে পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ঘটনার ৩০মিনিট পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে। ততক্ষনে বসত:ঘরটি মালামালসহ সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু জানান, পল্লী বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কেউ ওই ঘরের ধারে কাছে যেতে পারেনি। অপর দিকে ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। তবে ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে না থাকায় সবাই হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১