আপডেট : ০৪ April ২০১৯
তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাহিদ-উল-মুনীর। কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী শাহিদ-উল-মুনীর ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিসিএস সভাকক্ষে কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার নতুন সভাপতিকে স্বাগত জানান। ২০১৯-২০ মেয়াদের কমিটিতে বর্তমানে সহ-সভাপতি রয়েছেন ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশাররফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন। কমিটির সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন সুব্রত সরকার। কমিটির অপর দুই পরিচালক হলেন মো. আছাব উল্লাহ খান জুয়েল ও মোস্তাফিজুর রহমান। শাহিদ-উল-মুনীর ১৯৯৫ সাল থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশনের চেয়ারম্যান এবং ইউনিকম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৮-২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটিসহ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচনে তিনি পাঁচবার নির্বাচিত হন। ২০০৮-০৯ মেয়াদে কোষাধ্যক্ষ, ২০১০-১১ মেয়াদে পরিচালক এবং ২০১২-১৩ মেয়াদে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬-১৮ এবং ২০১৮-১৯ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সমিতির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়াদি দক্ষতার সঙ্গে দেখভাল করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১