আপডেট : ০৩ April ২০১৯
বগুড়ায় শহরের একটি ওষুধ মার্কেটের গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ডাদেশসহ জরিমানা করা হয় । দন্ডপ্রাপ্তরা হলেন- শফিকুল ইসলাম(২৮) ও আব্দুল মোমিন(৩০)। তাদের ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। তারা এমিপো লিমিটেড নামে একটি ওষুধ বিক্রি ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানে চাকরি করেন। ওই গোডাউন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানটির অফিসে বিভিন্ন ধরণের ওষুধ রিপ্যাকিং করে বিএসটিআই এর স্টিকার লাগানোসহ নকল মোড়কে তুলে বাজারজাত করণ করা হচ্ছিল। আর মোড়কে বিভিন্ন দেশের নাম ব্যবহার সহ বিএসটিআই এর স্টিকার বসানো চলছিলো। এসব ওষুধের মধ্যে ফুড সাপ্লিমেন্টরি, ভিটামিন ও যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ, মলম সহ মেডিকেটেড শ্যাম্পু ও সাবান (ত্বক ও চুলের জন্য ব্যবহার্য্য) রয়েছে। এর বেশিরভাগ বিদেশি ওষুধ নামে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিমএম কামরুল ইসলামের নেতৃত্বে আর্মড পুলিশ বিকালে শহরের খান মার্কেটের ৪র্থ তলায় অভিযান চালায়। অভিযানে বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবিবসহ সংশ্লিস্ট কর্মকর্তরা ছিলেন। সেখানে এমিপো লিমিটেড নামে ওষুধ বাজারজাতকরণ প্রতিষ্ঠানের গোডাউন ও অফিস থেকে বিপুল পরিমান ওই নকল ওষুধ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন, আটক ওষুধের মুল্য ৮ লাখ হতে পারে। ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় ওই মার্কেটের নীচ তলার বেশ কিছু ওষুধের দোকান হঠাৎ বন্ধ হয়ে যায়। পাশের একটি মার্কেটেরও কিছু দোকান একইভাবে দোকান বন্ধ করে। এমিপো লিমিটেড নামে ওই প্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে নকল মোড়ক লাগিয়ে এধরনের ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিল বলে জানান ভ্রামমাণ আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১