বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০১৯

চবির সাবেক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তদন্ত কমিটি

চবির সাবেক শিক্ষার্থী শিক্ষার্থী মো. এমদাদুল হক সংগৃহীত ছবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে যাওয়ার সময় সাবেক এক শিক্ষার্থীকে অপহরণ করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার দুপুরে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিনকে সভাপতি, সহকারী প্রক্টর মিজানুর রহমান ও লিটন মিত্রকে সদস্য করা হয়েছে। কমিটিতে দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বাংলাদেশের খবরকে বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওই সাবেক শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মো. এমদাদুল হক গত ২৭ মার্চ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে ক্যাম্পাসে যান। ওইদিন সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে প্রশাসনিক ভবন থেকে তুলে নিয়ে চবির কেন্দ্রীয় খেলার মাঠে মারধর করে। পরে প্যাগোডায় নিয়ে আরেক দফা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এর ফলে এমদাদ মৌখিক পরীক্ষা দিতে পারেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১