বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০১৯

দুর্গাপুরে লড়ি চাপায় নিহত ২, আহত ৩


নেত্রকোনার দুর্গাপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শুকনাকুড়ি এলাকার বালু বোঝাই লড়ির চাপায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন।  আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- অটোরিকশা চালক দুর্গাপুরের লক্ষ্মীপর গ্রামের লালচান খা (৩৫) ও যাত্রী পূর্বধলা উপজেলার লাঠুনীয়া গ্রামের মো. আজিজুল মিয়া। তারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আজিজুলের স্ত্রী অজিফা বেগম (৩২) ও মেয়ে আদিফা (৮)। অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, ইঞ্জিনচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে পূর্বধলার চৌরাস্তা মোড় থেকে দুর্গাপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে আসছিল লড়িটি। শুকনাকুড়ি এলাকায় পৌঁছলে অটোরিকশাটি লড়ি চাপায় পড়ে। পরে ওই হতাহতের ঘটনা ঘটে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুর্ঘটনাজনিত মামলা হবে। লড়িটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারে অভিযান চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১