বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০১৯

বিশ্বকাপে অনিশ্চিত মাহমুদউল্লাহ!

মাহমুদউল্লাহ রিয়াদ ছবি : সংগৃহীত


সামনেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। দুই মাস সময়ও হাতে নেই শুরু হতে। ঠিক এর মধ্যে বাংলাদেশ শিবিরে এসেছে এক দুঃসংবাদ। গুরুতর ইনজুরিতে পড়েছেন দলের তারকা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ খবর জানা গেছে। মাহমুদউল্লাহর ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের। সাময়িক তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এতে না সারলে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে কাঁধের চোটে পড়েন তিনি। এরপর তাৎক্ষণিকভাবে একটি এমআরআই করান ‘মিস্টার কুল’। অবশেষে সেই রিপোর্ট হাতে পেয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সোমবারই রিপোর্ট হাতে পেয়েছেন তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহকে ১৫ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। বিশ্রামে সেরে না উঠলে শল্যবিদের ছুরির নিচেই যেতে হবে তাকে। প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান অতীতে এ ধরনের চোটে পড়েছিলেন। পরে অস্ত্রোপচার করিয়ে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ সামনে রেখে মাহমুদউল্লাহর ইনজুরি তাই জাগাচ্ছে দুশ্চিন্তা। গত ৩১ মার্চ জাতীয় দলের এই নামি তারকা জানিয়েছিলেন, ‘কাঁধের ইনজুরি ভোগাচ্ছে। মনে হয় না সহসাই মাঠে নামতে পারব।’ মাহমুদউল্লাহ আরো জানিয়েছিলেন, ‘চার মাস ধরে ডান কাঁধে ব্যথা। সে ব্যথা নিয়েই খেলছিলাম, কিন্তু নিউজিল্যান্ড সফরে এক ম্যাচে ফিল্ডিংয়ের সময় দুইবার ডাইভ দিতে গিয়ে ব্যথাটা গেছে বেড়ে। ওই ব্যথা নিয়ে বোলিং করা এবং দূর থেকে থ্রো করা ছিল কষ্টকর। কাঁধের ইনজুরি কতটা প্রবল তা জানতে নিউজিল্যান্ডে এমআরআই করিয়েছিলাম।’ বিশ্বকাপে মাহমুদউল্লাহ না থাকলে তা হবে বাংলাদেশের জন্য আসলেই খুব খারাপ খবর। কারণ, পঞ্চপাণ্ডবের অন্যতম এই খেলোয়াড় যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে দলের হাল ধরতে পারেন শক্ত হাতে- যা অন্য কারোরই দ্বারা সম্ভব নয়। শুধু দলের বিপর্যয়ই নয়, নেতৃত্বের বিপর্যয়েও তিনি সামনে এসে দাঁড়ান। ফলে মাহমুদউল্লাহ ছাড়া বিশ্বকাপে বাংলাদেশ দশ অপূর্ণই থেকে যাবে। এখন ক্রিকেটামোদীদের প্রার্থনা, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১